পাটকেলঘাটায় মানববন্ধন ঘিরে উত্তেজনা, কর্মসূচি পণ্ড

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তৈলকুপি গ্রামের শাহিনুর রহমানের উপর হামলার প্রতিবাদে এবং পাটকেলঘাটার মিনিস্টার হাসানের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে এ কর্মসূচি শুরু হয়।
শাহিনুর রহমানের সমর্থকরা মানববন্ধন শুরু করলে, একই সময়ে মিনিস্টার হাসানের সমর্থকরাও পাল্টা মানববন্ধন শুরু করে। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত বিশৃঙ্খলার কারণে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।
ঘটনার পর শাহিনুর রহমানের পক্ষ থেকে পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *