শ্যামনগরে গরম ডালের কড়াইতে পড়ে দগ্ধ শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে গরম ডালের কড়াইয়ের মধ্যে পড়ে দগ্ধ শিশু মোয়াজ্জেম হোসেন (১৮ মাস) মারা গেছে। ঢাকা বার্ন ইউনিটে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর সকালে উপজেলার শ্রীফলাকাঠি গ্রামের বাড়িতে রান্নার সময়ে চুলার উপর থাকা ডালের কড়াইয়ের মধ্যে পড়ে মারাত্মকভাবে দগ্ধ হয় সে।

নিহত শিশু মোয়াজ্জেম হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলাকাঠি গ্রামের মাওলানা মুরশিদ আলমের ছেলে।

নিহতের নিকটাত্মীয় কামাল হোসেন জানান, গত ৮ সেপ্টেম্বর সকালে তার মা মাদ্রাসার ছাত্রদের জন্য ডাল রান্না করছিল। এসময় অসাবধানতাবশত পাশে দাড়িয়ে থাকা মোয়াজ্জেম গরম কড়াইয়ের মধ্যে পড়লে তার বুকের থেকে শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মোয়াজ্জেম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শনিবার সকালে মৃতদেহ বাড়িতে আনা হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *