রুহুল কুদ্দুস,ধুলিহরঃব্রহ্মরাজপুরে ৫২ তম জাতীয় স্কুল মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।রবিবার( ২১ সেপ্টেম্বর) দুপুরে ডিবি ইউনাইটেড হাইস্কুলের মাঠে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ৫২ তম গ্রীষ্মকালীন স্কুল মাদসারা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রক্ষরাজপুর পেশাজীবী পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,সিনিয়র সহসভাপতি ও মেসার্স মায়ের ট্রেডার্স এর সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান,ব্রক্ষরাজপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ, যুব বিভাগের সভাপতি মুহিবুল্লাহ, সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ।উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভালুকা চাঁদ পুর মডেল হাইস্কুল বনাম পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় (নেহালপুর) উক্ত খেলায় ট্রাইব্রেকারে ভালুকা চাঁদ পুর মডেল হাইস্কুলকে পরাজিত করে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়।
ক্রাইম বার্তা