আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
ডিসেন্ট একাডেমীর আয়োজনে সাতক্ষীরায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, হামদ- নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে লেকভিউ হল রুমে ডিসেন্ট একাডেমীর পরিচালক আবুল কাশেম এর সভাপতিত্বে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে স্মার্ট মেডিকেল সাতক্ষীরার সৌজন্যে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.) সিরাতের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট একাডেমীর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শহর আমির জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিসেন্ট একাডেমীর উপদেষ্টা খোরশেদ আলম, আবু হাসান, আব্দুল ওয়াহাব আজাদ, মনিরুজ্জামান মনির, স্মার্ট মেডিকেল সেন্টার সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা প্রাভাষক আব্দুল্লাহ আল মামুন। এ সময় ডিসেন্ট একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পী, প্রতিযোগী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সুস্থ সংস্কৃতির বিকাশে এ ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং শিশুদের মানসিক বিকাশে ডিসেন্ট একাডেমীর কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
ক্রাইম বার্তা