আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ত্যাগ ও কুরবানীর নজরানা প্রয়োজন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় ইউনিয়নের ক্লাব মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে ইসলামী আদর্শভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া জেলা অফিস সেক্রেটারী রুহুল আমীন, অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক আব্দুল হামিদসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মো. আলী মূর্তজা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *