দৈনিক প্রথম আলো পদ দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত সাতক্ষীরার উন্নয়ন বঞ্চনার অপপ্রচারের রিপোর্টের বিরুদ্ধে সাতক্ষীরার দেঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ শে সেপ্টেম্বর ২০২৫ সোমবার সাতক্ষীরার দেবহাটা উপজেলা সর্বস্তরের জনগন এ মানববন্ধনের আয়োজন করে।
সকাল ৯ টায় সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের পারুলিয়া বাস স্ট্যান্ডে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে বক্তারা প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষণা দেন।
আবুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা অলিউল ইসলাম, মহিউদ্দিন ময়না, আসাদুজ্জামান মুকুল, ইমাদুল হক, গোলাম ফারুক বাবু সহ আরো অনেকে।
এ সময় মানববন্ধনের উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, ইমাদুল ইসলাম, বুলবুল আহমেদ আবিরুজ্জামান, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মুসা, শ্রী অসীম ঘোষ মেম্বার।
মানববন্ধনে দেবহাটা উপজেলার সর্বস্তরের নারী পুরুষ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোর প্রতিবেদনকে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে বর্তমান সরকার যখন সাতক্ষীরার উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে তখন গাত্রদহ শুরু করেছে প্রথম আলোর। ভারতীয় এজেন্ট বাস্তবায়নকারী প্রথম আলো জেনে বুঝে এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। এই পত্রিকাটি ভুল বা বিকৃত তথ্য দিয়ে সাতক্ষীরার উন্নয়নের নায্য দাবীকে ছোট ছোট করার যে ষড়যন্ত্র করেছে কোনভাবে গ্রহণযোগ্য নয়। ভারতীয় এজেন্ট বাস্তবায়নকারী প্রথম আলো পত্রিকাটি জেলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট বিদায়ের পর প্রথম সাতক্ষীরার উন্নয়নের বাধাগ্রস্থ করতে যে বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই পত্রিকাটি প্রতিবারই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশন করে আসল চরিত্র উন্মোচন করেছে। তাদের এজেন্ট বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
একই সাথে বক্তারা সাতক্ষীরা বাসীকে প্রথম আলো পত্রিকা বর্জন করার দাবি জানান।
ক্রাইম বার্তা