নিজস্ব প্রতিনিধি: “ইশতেহার শুধু দলের মুখের বুলি নয়, জনগণের জীবনের দাবি” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণে উপজেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় “নির্বাচনী ইশতেহার-২০২৫ এ স্থানীয় উন্নয়নে চাহিদা নিরূপণ” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও তরুণ সংগঠকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন। একশনএইড প্রতিনিধি সুইট খান সাতক্ষীরার প্রেক্ষাপটে স্থানীয় উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তৃতা দেন সাতক্ষীরা ইয়ূথ সভাপতি সাকিব হাসান।
সভায় স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে যে দাবিগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় তা হলো—
“সাতক্ষীরাবাসীর ১৬ দফা উন্নয়ন দাবি”
সাতক্ষীরায় জরাজীর্ণ রাস্তা-ঘাট সংস্কার ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ, সাতক্ষীরাকে রেল নেটওয়ার্কে যুক্ত করা, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সুন্দরবনকেন্দ্রিক টেকসই ইকোটুরিজম প্রবর্তন, সুন্দরবনের পরিবেশ ও সম্পদ সংরক্ষণ, উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ নির্মাণ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স স্থাপন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা, ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বন্দরে উন্নীতকরণ, পৌরসভার সেবা কার্যক্রম দক্ষ ও জবাবদিহিমূলক করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা প্রবর্তন, সবুজ উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণাগার স্থাপন, প্রাণ সায়ের খালের দুই পাড় সৌন্দর্যবর্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক যুববান্ধব সাংস্কৃতিক ও সৃজনশীল স্পেস গড়ে তোলা।
বক্তারা বলেন, “রাজনীতিবিদরা ইশতেহার দেন, কিন্তু জনগণ ইশতেহার লেখে না, সেই প্রথা বদলাচ্ছে সাতক্ষীরায়। এবার জনগণই নিজেদের ইশতেহার তৈরি করে প্রার্থীদের হাতে তুলে দেবে।”
সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটরসহ আরও অনেকে।
ক্রাইম বার্তা