খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা

দৌলতপুর থানাধীন পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুভ ওই এলাকার আবুল বাশারের জ্যেষ্ঠ পুত্র।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ ঘরের ফ্লোর বেডে ঘুমিয়ে ছিল শুভ। একই ঘরে পাশের ফ্লোর বেডে তার আট বছর বয়সী ছোট ভাই সায়েম এবং তার মা ঘুমিয়ে ছিল। দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের জানালা দিয়ে তাকে গুলি করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ বাড়িতে তার ব্যক্তিগত রুমে রাতে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে যায়। প্রাথমিক ধারণা করেন কানের হেডফোনের কারণেই তার জখম হয়েছে। কিন্তু তাৎক্ষণিক গুলির তিনটা খোসা পায় তার পরিবারের লোকজন। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর চারটার দিকে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুলি লেগেছে বলেন এবং ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজ এ নেওয়ার প্রস্তুতির সময় আনুমানিক সাড়ে ৭ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত শুভর বাম পাজর, হাতে এবং মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া যায়। বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে।

জানা যায়, তানভীর হাসান শুভ দীর্ঘদিন যাবত একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *