সাতক্ষীরায় তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তীর বাসায় রাতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। দুর্বৃত্তরা এ সময় ৮ লক্ষাধিক নগদ টাকাসহ পরিবারের ৪০ ভরির মত স্বর্ণালংকার ও মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। সংঘবদ্ধ চক্রটি বাড়ির তালা ভেঙে বাসার যাবতীয় জিনিসপত্র তছনছ করে দিয়েছে।
সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী বলেন, স্বপরিবারে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে পূজা দেখতে বের হন। রাত ১২ টার দিকে বাসায় ফিরে দেখেন বাড়ীর সকল তালা ভাঙা, আলমীরা, লকারের যাবতীয় তালা ভাঙা। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা বাড়ির অন্যান্য জিনিসপত্র তছনছ করে ফেলে রেখে গেছে।
এছাড়া পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়ি থেকে একই সময়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এছাড়া এর আগের রাতে কাটিয়া এলাকার গৌতম চন্দ্রের বাড়িতে নগত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ সামিনুল ইসলাম বলেন, এসব ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে বলে জানান তিনি।
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা
২/১০/২৫
ক্রাইম বার্তা