সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ওলামাদলে আহবায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী’র সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল-কাফি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পালাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, জাতীয়তাবাদী উলামা দল খুলনা জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুসা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা জাসাস আহবায়ক (ভারপ্রাপ্ত) শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।

এ সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা হতে আগত জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সংগ্রামে উলামা দলের ভূমিকা তুলে ধরেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *