নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মুহা মাসুদ রানা,সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ৭ অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪:৩০ মিনিটে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে  এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হাতে শহীদ আবরার তার জীবন দেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথাবলার কারণে। এটি নিপীড়নের এক জঘন্য উদাহরণ। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে।”

সভাপতি মুহা. আল মামুন বলেন, “নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে কথা বলা শুধু অধিকার নয়, দায়িত্বও বটে। ছাত্রশিবির সব সময় নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম এবং ফাউন্ডেশন সম্পাদক মোঃ মহিবুল্লাহ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *