সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ দশ লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, কুশখালী, কাকডাঙ্গা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, হিজলদী ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযানে এসব পণ্য আটক করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির সদস্যরা কলারোয়া থানার শিশুতলা এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া, কুশখালী, গাজীপুর, তলুইগাছা ও কালিয়ানী বিওপির টহলদল পৃথক অভিযানে ১০ লাখ ৬ হাজার টাকার ভারতীয় ঔষধ, বোরকা ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, এসব মালামাল ভারত থেকে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হচ্ছিল। উদ্ধারকৃত পণ্যসমূহ সাতক্ষীরা কাস্টমস অফিসে হস্তান্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।
ক্রাইম বার্তা