আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার ০৭ অক্টোবর সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাঠিয়া আমতলা বাজার এলাকায় জেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরার যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নকল, ভেজাল, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এসময় ফার্মেসি মালিকদের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল,
ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নকল, ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে।
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না।
অ্যান্টিবায়োটিক বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করতে হবে। সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করতে হবে।
লাইসেন্সে উল্লিখিত শর্তাবলী মেনে চলতে হবে ।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরার পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ক্রাইম বার্তা