হৃদয় বার্তা’র ছাপাখানার সংযোগের তার চুরি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ছাপাখানার বিদ্যুৎ সংযোগের তার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি. এম. মোশাররফ হোসেন সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পত্রিকার ছাপাখানার বিদ্যুৎ লাইনের বিআরবি তামার তার (৩ ফেইজের লাইন) যার আনুমানিক মূল্য প্রায় ২৪ হাজার টাকা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, গত সোমবার (৬ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ছাপাখানার কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরদিন মঙ্গলবার সকালে অফিসে এসে দেখা যায়, মিটার ও খুঁটির মধ্যবর্তী অংশের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে অফিসের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে।

অভিযোগে সম্পাদক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও চুরি হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *