নিজস্ব প্রতিনিধি: চলমান শিক্ষক আন্দোলন বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ এবং সভা পরিচালনা করেন কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সচিব মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম শামীম ও সম্পাদক মোঃ আব্দুল্লাহ, জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খান, জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ বাকী বিল্লাহ, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক সুশান্ত বাবু, তালা উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ মতিউর রহমানসহ বিভিন্ন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে চলমান শিক্ষক আন্দোলনে কেন্দ্রীয় সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করা হয়। একইসঙ্গে উপজেলা ভিত্তিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষিকাদের পর্যায়ক্রমে আন্দোলনে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্রাইম বার্তা