দেবহাটায় গ্রামীন সড়ক সংস্কার করেন দিলেন জামায়াত নেতারা

দেবহাটা ব্যুরো: দেবহাটার নাংলা গ্রামের চলাচলের অনুপোযোগী সড়ক সংস্কার করে দিলেন স্থানীয় জামায়াত ইসলামীর নেতারা। উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা, ঘোনাপাড়া এলাকায় প্রায় ২কিলোমিটার গ্রামীন ইটেরসোলিং, মাটির রাস্তা সংস্কার করা হয়

। স্থানীয়রা জানান, চলতি বর্ষায় গ্রামের মধ্যে বিভিন্ন রাস্তা চলাচলে অনুযোগী হয়ে পড়ে। এতে জনদূর্ভোগ বাড়তে থাকে। পরে বিষয়টি স্থানীয় জামায়াত ইসলামের নেতৃবৃন্দদের নজরে আসলে তাৎক্ষনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। এতে স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কিছুটা কমতে শুরু করেছে।

নওয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বলেন, আমরা স্থানীয়দের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি। বিশেষ করে অসুস্থ মানুষকে আর্থিক সহায়তা, অসহায় মানুষের বসতবাড়ি নির্মান ও মেরামত, দুস্থ পরিবারে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মান সহ বিভিন্ন কাজ চলমান রয়েছে।

তারই অংশ হিসাবে জনকল্যাণে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে গ্রামীন রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করি। নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এ কাজ করে যাচ্ছি।

এদিকে মঙ্গলবার গ্রামীন সড়ক সংস্কার কাজে অংশ নেন উপজেলা কর্মপরিষদ সদস্য মিয়ারাজ হুসাইন, ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মহিববুল্লাহ, ইউনিট সভাপতি রবিউল ইসলাম, ইউনিট সভাপতি নুর ইসলাম, ইউনিট সভাপতি এবাদুল ইসলাম, ইউনিট সেক্রেটারী ডা. আসাদুজ্জামান, ইউনিট বাইতুলমাল মাস্টার আব্দুস সামাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। তবে গ্রামবাসী এমন উদ্যোগে দলটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *