আমরা নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই: মুহাদ্দিস আব্দুল খালেক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় ইউনিয়ন অফিস চত্বরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসনের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক।

পথসভায় তিনি বলেন, “আমরা গদির দখলের রাজনীতি করি না, চাঁদাবাজির রাজনীতি করি না, দুর্নীতির ধার ধারি না। আমরা নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই; আদর্শ পরিবর্তন চাই। কুরআনের সমাজ ও রাসূলের আদর্শের আলোকে দেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।”

মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, “এই সংগ্রাম অব্যহত আছে। আমাদের শীর্ষ পর্যায়ের ১১জন নেতাসহ হাজার হাজার নেতা-কর্মী জীবন দিয়েছেন। ভয়, গুলি, জেল বা ফাঁসির ভয় আমাদের থামাতে পারেনি। সংসদে গেলে জনগণের সঙ্গে কুরআনের কথা ও দেশ উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবো। আমরা চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই। সৎ ও সততার সঙ্গে জনগণের সঙ্গে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলরা। পথসভায় হাজারো মানুষের ঢল নেমে রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও জামায়াতের শক্তিশালী সমর্থন প্রমাণিত হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *