কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে আলামিন (২২) নামে এক প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে।

আত্মহননকারী আলামিন কাশিমপুর গ্রামের এছাক আলী মোড়লের ছেলে।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় আলামিনের চাচাতো ভাই আমিরুল ইসলাম (৩৭) জানান, প্রায় এক মাস আগে আলামিন দুবাই থেকে বাড়ি ফিরেছেন। বুধবার বেলা ১১টার দিকে তাকে শয়নকক্ষের আড়ায় নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নামিয়ে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে আলামিন আত্মহত্যা করেছেন, তা পরিবারের পক্ষ থেকে কেউ জানাতে পারেননি। তবে প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *