সাতক্ষীরা-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহেদের গণসংযোগ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ দেবহাটার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) তিনি পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, গাজীরহাট, নাংলা, খানজিয়া, দেবহাটা, শ্রীপুর ও ঈদগাহ বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
শাহেদ সাবেক ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি সাবেক সংসদ উপনেতা ও রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সহকারী একান্ত সচিব এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেবহাটার পারুলিয়া সরদার বাড়ির কৃতি সন্তান এই শিক্ষাবিদ ও সংগঠক স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলেন। নির্বাচনী গণসংযোগে তিনি স্থানীয়দের কাছে বিএনপির মনোনয়ন পেতে দোয়া ও সমর্থন চান।
শাহেদ বলেন, “জনগণের সঙ্গে সরাসরি সংযোগই আমাদের পথচলা, মানুষকে সঠিকভাবে আমাদের চিনিয়ে দেওয়া এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মূল উপায়।”

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *