২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা আয়েনউদ্দীন আলিম মাদ্রাসা দৃষ্টান্ত স্থাপন করেছে। ১৮ জন অংশগ্রহণ করে ১৭ জন উত্তীর্ণ হয়েছে্ এতে পাশের হার ৯৪ শতাংশ,। এর মধ্যে এ গ্রেড ৭জন, এ মাইনাচ ৫জন, বি- গ্রেড এ ৩ জন ও সি গ্রেডে পেয়েছে ২ জন। প্রেসবিজ্ঞপ্তি।

ক্রাইম বার্তা