‘শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে’

৫ আগস্ট পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরেছে দেশের ছাত্র ও মূল ধারার রাজনীতি অঙ্গন। এরই ধারাবাহিকতায় কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে দেশের বড় বড় অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন। যেগুলোতে ছাত্রশিবিরের আধিপত্য দেখা গেলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে ছাত্রদলসহ অন্যারা।

তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হারানোর উপায় বাতলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

তিনি বলেছেন, শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মির্জা গালিব বলেন, ‘চাকসুতে ২৬টি পদের মধ্যে ২৪টি শিবিরের প্যানেল পাইছে, আর রাকসুতে ২৩টির মধ্যে ২২টি (২০টি হবে)। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু – সব মিলায়ে পাইছে শুধু একটা এজিএস।

এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাইতেছে শিবির – এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে’।

রাকসুতে ভিপি-এজিএসসহ ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল

তার মতে, ‘অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেচামেচি করা পুরাতন রাজনৈতিক স্টাইল দিয়া আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, ছাত্রদের অধিকার নিয়া কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান কিউট সুইট টাইপের হইতে হবে। গুণ্ডা গুণ্ডা ভাব থাকলে আর হবে না।’

পরিশেষে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক বলেন, ‘এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে’।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *