নদী রক্ষা ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনওর চর বনায়নের উদ্যোগ

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
নদী রক্ষা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন। এ সময় তিনি নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর থেকে বালু ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।

স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ তদারকি কমিটি গঠন করে আগামী নভেম্বর মাস থেকে পরিবেশ সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে দখলকৃত চর উদ্ধার করে বনায়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন ইউএনও অনুজা মণ্ডল।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইউএনওর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এ উদ্যোগে নদীর নাব্যতা ফিরবে, দখলমুক্ত হবে নদী, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে।”

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে কালিকাপুরের গলঘেশিয়া নদীর চর অংশটি ইয়াছিন গাজি, হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালী, জাকারিয়া ও মনিরুল ইসলাম গাজীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পায়।

পরিদর্শন শেষে ইউএনও অনুজা মণ্ডল নদীটির দখলকৃত অংশ উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

নদী দখলমুক্ত ও সবুজায়ন কর্মসূচির এ উদ্যোগে কালিগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *