# যদি কোন আলেমের পদস্খলন হয়, তাহলে গোটা দুনিয়ার পদস্খলন হবে- মুহাদ্দিস আব্দুল খালেক

# যতদিন কোরআন ও হাদিসের দলিলের আলোকে সনদ স্বাক্ষরিত না হবে, ততদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবের সুফল আসবেনা-মুহাদ্দিস আব্দুল খালেক

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
যদি কোন আলেমের পদস্খলন হয়, তাহলে গোটা দুনিয়ার পদস্খলন হবে। আলেমেরা জ্ঞানের প্রতীক, ন্যায়ের প্রতীক,ত্যাগের প্রতীক,সচ্ছতার প্রতীক, আন্দোলনের প্রতীক,উদার মানসিকতার প্রতীক।
সাতক্ষীরায় জাতীয় নির্বাচনে ইমামদের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এ সময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে তারা সামনের দিনগুলি অত্যন্ত পরিকল্পনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে । কালো টাকা, পেশি শক্তি, ভয় ভীতি ,নানান ধরণের সমস্যা তৈরি হতে পারে।
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে তিনি আরো বলেন,
গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের ব্যাপারে জামায়াতের প্রতিক্রিয়া হলো, জুলাই সনদ স্বাক্ষর করা ২৯ টার মধ্যে মিনিমাম যেগুলোর সাথে আমরা একমত হয়েছি। এগুলো কার্যকর হওয়া সবচেয়ে বড় জিনিস। এবং বাংলাদেশের আগামীর জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য যে সনদ স্বাক্ষরিত হয়েছে এই সনদ যথেষ্ট নয়। যতদিন কোরআন ও হাদিসের দলিলের আলোকে সনদ স্বাক্ষরিত না হবে, ততদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবের সুফল আসবেনা।

বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখা ও ওলামা বিভাগের আয়োজনে শনিবার(১৮ অক্টোবর) সকালে শহরের আলামিন ট্রাস্টের কাযী শামসুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মাওলানা আমিনুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, ওলামা বিভাগের সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা ওসমান গনী,বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.রুহুল আমিন,শহর জামায়াতের আমির মোঃ জাহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর সবুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *