সাতক্ষীরা সদর উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত উক্ত সম্মেলনের মধ্যদিয়ে ৭টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত কমিটি প্রকাশ করেছেন।
বাঁশদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ২৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.এইস.এম কামরুজ্জামান পেয়েছেন ১৮০ ভোট। ২৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আখতারুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ১৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুর রহমান। তিনি পেয়েছেন ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল কাশেম পেয়েছেন ১৮৪ ভোট।
কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবুল বাশার বিশ্বাস। তিনি পেয়েছেন ২৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ১৬৬ ভোট। ২১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান মিঠু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম শফি পেয়েছেন ২১২ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাস্টার মোঃ রাশেদ আলী। তিনি পেয়েছেন ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোখলেছুর রহমান পেয়েছেন ১৬৭ ভোট।
বৈকারী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইউনুছ আলী বুলু, সাধারণ সম্পাদকঃ মোঃ তজিবর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।
ঘোনা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সোহরাব হোসেন। তিনি পেয়েছেন ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ১৮৩। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফসার আলী। তিনি পেয়েছেন ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব মোঃ তুহিন কবির মিল্টন পেয়েছেন ২০৬ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুল্লাহ খোকন। তিনি পেয়েছেন ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব মোঃ হুমায়ুন কবির পেয়েছেন ১২৭ ভোট।
শিবপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এস.এম. তাজমুজজামান তাজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর শিমুল এবং সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন।
ভোমরা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহানুর রহমান। তিনি পেয়েছেন ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল আলিম পেয়েছেন ১৪০ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ বজলু মেম্বার। তিনি পেয়েছেন ২২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাদ্দাম হোসেন পেয়েছেন ২০৬ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আমিরুল ইসলাম। তিনি পেয়েছেন ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আমিনুল ইসলাম বাবু পেয়েছেন ১২৪ ভোট।
আলিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।
ক্রাইম বার্তা