বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছে: সাতক্ষীরায় গোলাম পরওয়ার

মানুষ এবার দাড়ী পাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে: সাতক্ষীরায় গোলাম পরওয়ার
#
#এবার হিন্দুরা দেখিয়ে দেবে—হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা
# বাপের সঙ্গে পাল্লা দিও না: এনপিপিকে পরওয়ার

আবু সাইদ বিশ^াস, নাজমুল হক খান, কামরুজ্জামান মিঠু (তালা) সাতক্ষীরা থেকে: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাড়ী পাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে তা সারা বাংলাদেশে পৌছে দিতে হবে। জামায়াত ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।
সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত ছাত্র—যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে ২০ বছর সংসার করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘এখন আলাদাভাবে ভোট করছে জামায়াতে ইসলামী। তাই বলে জামায়াতে ইসলামীর ব্যানারে ছিঁড়ে ফেলা কিংবা পোস্টারের ওপর পোস্টার মারা, এটা তো বন্ধুসুলভ কাজ হয় না। দেশের চারটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মেধাবী ছেলেরা পরিবর্তন চায়, সেই বার্তা দিয়েছে। অথচ বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে তিনটি দল আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর আর জাতীয় পার্টি ৯ বছর ক্ষমতায় ছিল। তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। করেছে নিজেদের পরিবর্তন। ক্ষমতায় যায়নি শুধু জামায়াতে ইসলামী। এবার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পরীক্ষা করুন। এ কথা বলতে পারি, জামায়াত ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে না। দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না। দেশের মানুষকে ভালো রাখবে।’
কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা—কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সকলকে দাড়ীপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার আরো বলেন, একজন বিএনপি নেতা, যার বাড়ি নোয়াখালী, তিনি বলেছেন—বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা যদি এমন কথা বলেন, তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি। বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায়। তাই আমাদের শান্ত থাকতে হবে। তারা পায়তারা করবে, গণ্ডগোল করবে, পোস্টার ছিঁড়ে ফেলবে, হামলা করবে—আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য নিয়ে নির্বাচন পর্যন্ত স্থির থাকব। ধৈর‌্যের বিনিময়ে বিজয় আমরা অর্জন করব, ইনশাআল্লাহ।

এনপিপির উদ্দেশে গোলাম পরোয়ার বলেন, তোমরা নতুন ছাত্রদের দল। জামায়াতে ইসলামী’র সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, জামায়াতে ইসলামী সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐক্যমত কমিশনে লিখিতভাবে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি—কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।

অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, একটা ধারণা আছে হিন্দু মানেই আওয়ামী লীগ, হিন্দু মানেই নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দেবে—হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ওপর ছাত্ররা আস্থা রেখেছেন। অতীতে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জয়লাভ করে, জাতীয় নির্বাচনেও তারা সফল হয়। আগামী পরিবর্তনশীল বাংলাদেশে জামায়াতে ইসলামীর ওপর মানুষকে আস্থা রাখার আহ্বান জানান তিনি।

তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের ইসলামীর খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা.মাহমুদুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, কে ঢাঃবিঃ জহুরুল হক হলের ভিপি এ এইচ ইমরোজ, রা: বি: সমাজকল্যান সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক ও মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামানসহ অনেকে।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
২০/১০/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *