সাতক্ষীরায় ক্যাসিনো সম্রাট লিপু ও তার সহযোগীকে এক দিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরায় আটক মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুসহ তার সহযোগী মুছাঈদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা পুলিশের উপপরিদর্শক মিনহাজ উদ্দিনের ১০ দিনের রিমান্ডের আবেদন শুনানি শেষে সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম ৩য় আদালতের বিচারক মাসুমা আক্তার আগামি ২২ অক্টোবর তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন, মেহেরপুর জেলার শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে মোরশেদুল আলম লিপু গাজী (২৮) ও একই জেলার বামনপাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুল মালেকের ছেলে রুহুল আমিনকে ক্যাসিনো সামগ্রীসহ গত ৫ অক্টোবর রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরদিন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হেমায়েত হোসেন বাদি হয়ে গ্রেপ্তারকৃত রুহুল আমিন ছাড়াও চারজনের নাম উল্লখ করে তালা ও শ্যামনগরের অজ্ঞাতনামা ১২ জনের নামে মামলা দায়ের করেন। গত ৯ অক্টোবর রাতে বাইপাস সড়ক থেকে পুলিশ তিনটি ল্যাপটপ ও ১৬টি মোবাইলসহ মেহেরপুরের ক্যাসিনো সম্রাট লিপু ও মুছাঈদ আলমকে আটক করে ১৩ অক্টোবর তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। গত ১৪ অক্টোবর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *