প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা হতে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৯১৪৯) এর একটি বাস তাড়াইল স্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
কিছু যাত্রী বাস থেকে নেমে বাসের সামনে এসে দাঁড়ায় এবং ক্ষয়ক্ষতি দেখতে থাকে। কিছুক্ষণ পরে মালবাহী একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৬৬১) উক্ত যমুনা লাইন বাসটির পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনে দাড়িয়ে থাকা একজন অজ্ঞাতনামা যাত্রী (৩৯) নিহত এবং ২০/২২ জন যাত্রী আহত হয়।
ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত যাত্রী ফারজানা (৩০) মারা যান। নিহত ফারজানার দেড় বছরের শিশু কন্যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের ৮/১০ জনকে হাসপাতালে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন ও ট্রাক শিবচর হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ক্রাইম বার্তা