যশোরে দুই কোটি টাকার স্বর্ণেবারসহ পাচারকারী আটক

যশোরে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকার স্বর্ণেবার ও স্বর্ণের আংটিসহ এক পাচারকারী আটক হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নির্দেশনায় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শেখ অলিউল্লা সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কোটিয়া গ্রামের শেখ আরিজুল্লার ছেলে।

অভিযানে ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণেবার ও ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়।

স্বর্ণের বারগুলো অলিউল্লাহ কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং অন্যান্য জিনিসসহ মোট মূল্য ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা বলে জানায় বিজিবি।

এই বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিল। এ ঘটনায় তাকে কোতোয়ালি থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *