কালিগঞ্জের নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্তৃক পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নলতা হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা টি শুরু হয়। নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারী ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল গফফার উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম,উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারীসহ ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় বক্তরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০০৬ সালে পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে ১৪ জনকে শহীদ করেছেন। আজও তাদের বিচার হয়নি। অবিলম্বে হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *