দেবহাটা জামায়াতের বিক্ষোভ মিছিল

আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে দেবহাটা জামায়াতের বিক্ষোভ মিছিল
দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: ২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা জামায়াত অফিসের সামনে এসে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। তিনি বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সাল জাতির ইতিহাসে এক কালো দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতা-কর্মী। সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক। তিনি বলেন, রক্তাক্ত ২৮ অক্টোবর আজ। ২০০৬ সালের এ দিনে দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। চারদলীয় জোট সরকারের শেষ সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমাবেশ থেকে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে হত্যা করা হয়। এ নির্মম হত্যাকান্ড ও পাশবকিতায় কেঁদেছে বাংলাদশে, কেঁদেছে বশ্বিমানবতা। শুধু হত্যাই নয়, মৃত লাশের উপর নৃত্য করার দৃশ্যও প্রত্যক্ষ করে বিশ্ববাসী। এটা শুধু নৃশংস হত্যাকাণ্ডই নয়, এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্ররে স্বাভাবকি পথ চলা ব্যাহত হয়, ঘটে ব্যত্যয়। র্সবত্র বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার স্লোগান দেখা গেলেওে এই নির্মম ঘটনার বিচার হতে দেখিনি দেশবাসি । ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের এক কলংকজনক দিবস।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওঃ দেলোয়ার হোসেন, মাও: আব্দুল ওয়াহেদ, মাও: রুহুল আমিন, মাও: শামসুল আরিফ, মাওলানা আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন সহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *