গণপরিষদ নির্বাচনের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ

গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে সাতক্ষীরার সদর উপজেলার খড়িবিলা গ্রামে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জনগণের মতামতের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের বর্তমান শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নেই। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠনই হতে পারে স্বৈরাচারী রাজনীতির অবসানের পথ।

সমাবেশে সাতক্ষীরা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. কামরুজ্জামান বুলু বলেন, ‘অতীতে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পতন ঘটেছে। এখন সময় এসেছে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে এমন ব্যবস্থা তৈরি করার, যাতে আর কোনো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত না হতে পারে।’

এ সময় জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়ক শেখ আহসানউল্লাহ, জেলা সমন্বয় কমিটির সদস্য সি. এম. নাজমুল ইসলাম, জুলাইযোদ্ধাগণ ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বক্তারা গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানান।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *