মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে থানা দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্হ অবস্থিত আল-আমিন ট্রাস্টের সদর উপজেলা জামায়াত অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা থানা দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “দায়িত্বশীলরা একটি সংগঠনের মূল চালিকাশক্তি। তৃণমূলের প্রতিটি কর্মীর মাঝে সঠিক আদর্শ, নৈতিকতা এবং সেবামূলক মানসিকতা জাগ্রত করাই দায়িত্বশীলদের অন্যতম প্রধান কাজ। সমাজের কল্যাণে কাজ করতে হলে নিজেদেরকে যোগ্য, সংগঠিত এবং জ্ঞানসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে দলীয় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কার্যকর পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ এলাকায় ছাত্রসমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
সভাপতি মুহা আল মামুন সংগঠনের অগ্রগতি, দায়িত্বশীলদের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন,শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ,সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম,প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান,এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল,তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা,দাওয়া সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম,তথ্য প্রযুক্তি ও প্রচারসম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ,স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।
সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ক্রাইম বার্তা