কথায় নয়, কাজে প্রমাণ দেব: জেলা প্রশাসক

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। জনগণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনোভাবেই এ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন; আমরা শুধু এই প্রক্রিয়াকে সুষ্ঠু ও সুন্দর করতে যা করার প্রয়োজন, তা-ই করবো। আমি কথায় নয়, কাজে প্রমাণ দেব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যার কথা উঠে এসেছে সেগুলো দ্রুত সমাধান করা হবে। এ ক্ষেত্রে ছাত্র–শিক্ষক সবার সচেতনতা জরুরি। আমরা সেই সচেতনতা তৈরিতে কাজ করবো। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ও সম্পৃক্ততা না থাকলে কোনো বিষয়ই সরকারের পক্ষে একা সম্ভব নয়। তাকে স্বাগত জানানোয় তিনি জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, আবুল কাশেম, আসাদুজ্জামান, আব্দুল বারী, হাবিবুর রহমান হবি, আবু তালেব মোল্যা, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, নাগরিক নেতা হেনরি সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরাফাত হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সদর থানা জাসাসের আহ্বায়ক মো. আব্দুল কাদেরসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার আম, কুল, টালি বিদেশে রপ্তানি হলেও মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত। শহরের সৌন্দর্য রক্ষায় প্রাণ সায়ের খাল খনন জরুরি। জলবায়ু পরিবর্তনের কারণে বাল্যবিবাহ বাড়ছে। জুয়া ও মাদকের ভয়াবহতা বেড়েছে। সুন্দরবনসহ পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে তা বিকশিত হচ্ছে না। সাতক্ষীরা–খুলনা মহাসড়কের কাজ দ্রুত নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরা–ভেটখালি সড়কের কাজ যেন ভালোভাবে হয় সেদিকে নজর দিতে হবে। যোগাযোগব্যবস্থা উন্নত করতে সাতক্ষীরায় রেললাইন প্রয়োজন। সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় সাতক্ষীরা অগ্রণী ভূমিকা রাখে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ জেলা অবহেলা ও বৈষম্যের শিকার।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *