জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতি হচ্চে হাজারো মানুষ

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে মিডিয়া এ্যাডভোকেসি সভায় বক্তরা।
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা এবং লবণাক্ততা বৃদ্ধির মতো পুনরাবৃত্তিমূলক দুর্যোগের শিকার। এসব বিপর্যয় হাজার হাজার মানুষকে নগর বস্তিতে পাড়ি দিতে বাধ্য করছে, যেখানে তারা নতুন আর্থ—সামাজিক সংকটে পড়ছে এবং প্রয়োজনীয় নথিপত্রের অভাব ও অনিরাপদ বাসস্থানের কারণে সামাজিক সুরক্ষার আওতার বাইরে থেকে যাচ্ছে। “জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এখন একটি দৃশ্যমান বাস্তবতা। এই জনগোষ্ঠীকে জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলার দাবী সকলের।” সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে মিডিয়া এ্যাডভোকেসি কর্মশালায় মূলপ্রবন্ধে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এসব কথা বলেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সোনার বাংলা চাইনিজ হোটেল এন্ড কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে কারিতাসের বিএমজেড— ডিআরআর — সিসিএ প্রকল্পের সহযোগিতায় এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও প্রকল্পের ফিল্ড কো—অর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেনের পরিচালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরেরউপপরিচালক নাজমুন নাহার, কারিতাস কর্মকর্তা কামাল হোসেন, মিহির সরকার। কর্মশালায় সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ বিশ্বাস, সাহিত্য—সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজজামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল—ইমরান, নির্বাহি সদস্য মোস্তাফিজুর রহমান উজ্বল, এম জিললুর রহমান বক্তব্য রাখেন। সভঅয় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রুহুল কুদ্দুস, মাসুদুর রহমান,এবিএম মোস্তাফিজুর রহমান, এসএম রিজাউল করিম, কামরুল হাসান, গোলাম সরওয়ার, ইব্রাহিম খলিল, আব্দুল জলিল, মীর আবু বক্কর, রফিকুল ইসলাম শাওন, হাসানুর রহমান হাসান, মীর মোস্তফা আলী, শাকিলা ইসলাম জুই, মাহিসহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন ঘূর্ণিঝড় ও বন্যা হচ্ছে। সম্প্রতি ভূমিকম্পের মাত্রাও বেড়েছে। নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাসে মানুষ সম্পদ হারাচ্ছেন। গৃহহারা হয়ে বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। এলাকায় পানির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। সুপেয় খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থার সংকট রয়েছে সাতক্ষীরা —খুলনার উপকুলীয় শ্যামনগর, আশাশুনি, কয়রা ও দাকোপ অঞ্চলে। ১৯৮৮ সালের ঘুর্ণিঝড় পরবর্তী বছরগুলোতে প্রায়শই একের পর এক দূর্যোগে এলাকার মানুষজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে আইলা,সিডর, ফণি, বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের দাপটে উপকুলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী এসব হাজার হাজার মানুষেরা জীবন জীবিকার জন্য দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছেন। খুলনা , ঢাকাসহ বিভিন্ন বস্তিতে তারা মানবেতর জীবন—যাপন করছেন। অনেকে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছেন। আবার কেউ কেউ কাজের সন্ধানে বিদেশেও চলে গেছেন।
বক্তারা বলেন, সরকারিভাবে এসমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পূর্নবাসন করতে হবে। জলবায়ু সহিষ্ণু পরিবেশ তৈরিতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপকুলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় খাবার পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে বসবাসের উপযোগী পরিবেশ তৈরির সবধরনের পদক্ষেপ নিতে হবে সরকারকে। একই সাথে সাংবাদিকসহ সকল পর্যায়ের মানুষদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে।

ছবির ক্যাপশন: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে মিডিয়া এ্যাডভোকেসি

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৬/১১/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *