শ্যামনগরে কেরোসিন খাওয়ায় শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে কেরোসিন খাওয়ার তিন দিন পর চিকিৎসারত অবস্থায় আঁখি সরকার নামের সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শিশুটির মৃত্যু হয়। সে উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী (নতুন ঘেরী) গ্রামের বাবুরাম সরকারের কন্যা।

প্রতিবেশী গোপাল সরকার জানান, গত সোমবার ঘরে রাখা কেরোসিনের বোতল থেকে আঁখি কেরোসিন খেয়ে ফেলে। কেরোসিন খাওয়ার বিষয়টি বাবা-মাকে জানালে তারা গুরুত্ব দেয়নি। পরে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মো: শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। জন্মগতভাবে শিশু আঁখির হার্টে সমস্যা ছিলো এমনটা জানিয়েছেন তার বাবা বাবুরাম সরকার।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *