আনুলিয়ায় মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে আবারও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার সামনে এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাছিমুর রহমান নাহিদ, রোকনুজ্জামান খোকন, সাইফুল্লাহ সরদার, নাজমুল হোসেন, আবু দাউদ সানা প্রমুখ।

বক্তারা বলেন, ২৯ নভেম্বর (শনিবার) সকাল ৯টায় মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও ১১টা পর্যন্ত কোনো কার্যক্রম দেখা যায়নি। মাদ্রাসা তালাবদ্ধ থাকায় গোপনে কোথাও অবৈধভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান কমিটি একাধিকবার নিয়োগ কার্যক্রম পরিচালনা করেও ব্যর্থ হয়েছে। একই পরিবারের ৯ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয় মাদ্রাসা বন্ধের দিন, গোপনে। ৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৭ জনই কমিটিভুক্ত পরিবারের সদস্য। তারা অভিযোগ করেন, বড় অংকের টাকার বিনিময়ে পূর্ব থেকে মনোনীত প্রার্থীদের নিয়োগ দিতে ষড়যন্ত্র করা হচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *