দেবহাটায় শীতার্ত অসহায়দেরকে ইউএনওর কম্বল বিতরন

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা উপজেলার বিভিন্ন অসহায় শীতার্ত মানুষদেরকে কম্বল বিতরন করেছেন। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গৃহহীন ছিন্নমূল শীতার্ত অসহায় মানুষদেরকে এই শীতবস্ত্র বিতরণ করেন। দেবহাটা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০ জনকে এই কম্বল বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, গত কয়েকদিনে শৈত্যপ্রবাহ ও প্রচন্ড শীতের কারনে অনেক অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। অনেকে নানারকম ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ঐসব ছিন্নমূল অসহায় মানুষদেরকে শীত থেকে কিছুটা রক্ষা করার জন্য এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে তাদের এলাকায় বিতরণের জন্য ১০০ পিচ করে কম্বল প্রদান করা হয়েছে এবং এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে ইউএনও মিলন সাহা জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *