ইনজিনিয়ার আব্দুল হামিদের স্ত্রীর ইন্তেকাল

সাতক্ষীরা সংবাদদাতাঃ
ইনজিনিয়ার আব্দুল হামিদের স্ত্রী শামিমারা পারভিনের জানাজা নামাজে এসে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটোরী ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির সাতক্ষীরা—২(সদর ও দেবহাটা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, মরহুমা শামিমারা পারভিনের ইন্তেকালে আমরা মর্মহত। তিনি ন্যায় ও ইনসাফ—ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে নারীদের মাঝে কাজ করে গিয়েছেন । আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন, তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার—পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
সোমবার (২ ডিসেম্বর) ৫৪বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *