কলারোয়ায় ফিড মার্কেটিং পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

কলারোয়ায় ফিড মার্কেটিং এর উপর দুই সদস্য বিশিষ্ট এক চীনা প্রতিনিধি দল পরিদর্শনে আসলেন। এসময় তারা কলারোয়ার ব্রজবাকসা বাজারের ভাই ভাই হ্যাচারি এন্ড ফিস ফিড পরিবেশক নিউ হোপ ফিস ফিড প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন-চীনা প্রতিনিধি দলের কান্ট্রি ম্যানেজার অ্যান্ডি পেং বস, টেকনিক্যাল ম্যানেজার লি বস, নিউ হোপ ফিস ফিড এর জোনাল ম্যানেজার আনিছুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার সোহেল হোসাইন ও ব্রজবাকসার ভাই ভাই হ্যাচারি এন্ড ফিস ফিড পরিবেশক নিউ হোপ ফিস ফিড এর প্রোপাইটার হাফিজুল ইসলাম। পরিদর্শন শেষে চীনা প্রতিনিধিদল এলাকার মসসা চাষীদের প্রশংসা করি বলেন নিউ হোপ ফিস ফিড গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছ চাষের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে চলেছে। ফিড ব্যবহারের ফলে মাছের ওজন বৃদ্ধি পাবে সাথে সাথে ব্যবসায়ীরা লাভবান হবেন। বর্তমানে  এলাকায় দিন দিন ফিস ফিড এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় তারা আগামীতে আরো ভালো ফিড খাবার দেওয়ার চেষ্টা করবেন। পরে ব্রজবাকসার ভাই ভাই হ্যাচারি এন্ড ফিস ফিড পরিবেশক নিউ হোপ ফিস ফিড এর প্রোপাইটার হাফিজুল ইসলামের হাতে গিফট তুলে দেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *