সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮জন, মাদক উদ্ধার

সাতক্ষীরা জেলা পুলিশের পৃথক অভিযানে ১৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ২৬৫ বোতল কোরেক্স সিরাপ, ২০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট, ৩ বোতল উইন্সরেক্স কফ্ সিরাপ, ৫০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৪.৩০টায় কলারোয়া থানার কাদপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় কাদপুর গ্রামের মোঃ ইয়ার আলী মোল্লা (২৫) কে আটক করা হয় এবং তার বাড়ির উঠান থেকে ২৬৫ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সদর থানার পুলিশ পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম গাঁজা ও ৩ বোতল উইন্সরেক্স কফ্ সিরাপসহ ৬জনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে জেলা পুলিশের নিয়মিত অভিযানে সাতক্ষীরা সদর থানায় ৭জন, শ্যামনগর থানায় ৩ জন এবং দেবহাটা থানায় ১জনকে গ্রেপ্তার করেছে। মোট গ্রেপ্তারকৃতের সংখ্যা ১৮ জন। জেলা পুলিশের বিশেষ শাখা এসব তথ্য নিশ্চিত করেছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *