মাসুদ রানা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছর নববর্ষ প্রকাশনা বের করে।তারা ধারাবাহিকতায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেমের হাতে ২০২৬ সালের নববর্ষ প্রকাশনা তুলে দিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবির।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেমের কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রকাশনা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান, কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. মাসুদুজ্জামান এবং অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম।
প্রকাশনা গ্রহণের সময় অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
ক্রাইম বার্তা