ইটাগাছায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সকলের অধিকার নিশ্চিত করবো এবং নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেবো।’ তিনি বলেন, ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে। এটা ঠিক যে আমরা ইসলামী নিয়মকানুন প্রতিষ্ঠা করার কথা বলে থাকি। কেন বলি? কারণ ইসলামী নিয়ম কানুন প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের নাগরিক অধিকার, তার সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে পারবে।’
৯ ডিসেম্বও বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ইটাগাছা পূবাড়ায় এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোনশেদ আলম, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নূরুল হক, সেক্রেটারী আব্দুর রহিম, জামায়াত নেতা আবুল কাশেম, ব্যবসায়ী সালাউদ্দীনসহ মহিলা জামায়াতের দায়িত্বশীলারা উপস্থিত ছিলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আসুন সবাই মিলে আমরা সম্প্রীতির রাজনীতি শুরু করি।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৭/১২/২৫
ক্রাইম বার্তা