শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ক্যাপ্টেন ও সেনা সদস্য পরিচয়ে টাকা আদায় করতে যেয়ে চারজন আটক হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাতক্ষীরার কালিগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী সোমবার বিকালে উপজেলার শ্রীফলকাঠি থেকে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে দু’টি মোটরসাইকেল, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীলফকাঠি গ্রামের আবু সাইদ বাড়ি হয়ে শ্যামনগর থানায় সোমবার রাতে মামলা করেছে।
আটককৃতরা হলোÑ শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের জিয়াউর রহমান(৪৫), চট্টগ্রামের বোয়াখালীর মো. মেহেদী হাসান আনন্দ(২৪), শ্যামনগরের কালিঞ্চি গ্রামের আব্দুর রহিম(৩০) ও রমজান গাজী(৪৫)।
মামলার বিবরণ ও শ্যামনগর থানা পুলিশ জানায়, এসব ব্যক্তিরা শ্রীফলকাঠি গ্রামের শরীফ উদ্দীনের বাড়িতে যেয়ে নিজেদের সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সেনা সদস্য পরিচয় দেয়। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তির পাওনা এক লাখ ৩৩ হাজার টাকা দাবি করে এবং বাসার সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এসময় বাড়ির বাইরে অবস্থানরত শরীফ উদ্দীন কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে বিষয়টি অবহিত করলে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে। পরবর্তীতে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান নিয়মিত মামলার পর চারজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ক্রাইম বার্তা