সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী কমিটির সভা ও নবনির্বাচিত এবং মনোনীত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যনির্বাহী কমিটির সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র চেয়ারম্যান (পদাধিকারবলে) জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মো: আজিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মুহাঃ ওমর ফারুক, কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য মো: জাহিদুল ইসলাম, মো: হাবিবুর রহমান, মো: শফিকুল ইসলাম, মনোনীত সদস্য আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মোঃ মনিরুজ্জামান। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান ইকবাল কাদির উপস্থিত ছিলেন।
সভায় কমিটির নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এসময় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান মিজ আফরোজা আখতার বলেন, যেকোনো সংগঠনের নির্বাচিত কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন দূর্যোগে রেডক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সকল সেবা দিতে জেলা প্রশাসকের দুয়ার সব সময় উন্মুক্ত থাকবে। এসময় জেলা প্রশাসক আগামী ১ সপ্তাহের মধ্যে রেডক্রিসেন্ট ইউনিটের কর্মপরিকল্পনা ঠিক করার উপর গুরুত্বারোপ করেন।
আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
১১০/১২/২৫
ক্রাইম বার্তা