শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন – মোঃ ইজ্জত উল্লাহ

এস এম মোতাহিরুল হক শাহিন
ভ্রাম্যমাণ রিপোর্টার,তালা।
তালা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) র সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামি সাতক্ষীরা -১(তালা – কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুঃ ইজ্জত উল্লাহ।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা তালা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) র সাথে মতবিনিময় মুঃ ইজ্জত উল্লাহ বলেন সৎ, স্বচ্ছ ও শান্তিময় রাজনীতির প্রতিশ্রুতি মানুষকে নতুন আশার সঞ্চার করেছে।একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, জেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন,যুব জামাতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবর রহমান, সাংবাদিক মহিবুল্লাহ মহিব, সরদার আব্দুল্লাহ, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক মতিউর রহমান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এর পর অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন। তালা ব্রজন দে সরকারি হাই স্কুল, তালা সরকারি কলেজ, তালা মহিলা কলেজ এবং মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
তিনি শিক্ষকদের সাথে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি তাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *