সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে রূপান্তর কর্তৃক বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরায় এক তথ্যসমৃদ্ধ ও গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের অগ্রগতি রিসোর্টের ইছামতি হলরুমে বিভিন্ন স্তরের নারী প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপান্তরের নারীবান্ধব উন্নয়ন প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক নাজমুন্নাহার ,জেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ইটাগাছা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামিম আহমেদ,গোফরইমপ্যাক্ট প্রকল্পের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী সহ আরো অনেকে।

এসময় আলোচনা সভায় বক্তরা বলেন, ডিজিটাল পদ্ধতি হচ্ছে বর্তমান সময়ের উন্নত ক্ষতিকারক বিষ যার অনিয়ন্ত্রিত ব্যবহারে যুব সমাজ সম্ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে নারীদের উপর এর প্রভাব অনেক বেশি, তাই আমাদের সকলকে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জানতে হবে এবং সচেতন হতে হবে। বর্তমানে উন্নত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নারীরা যেমন প্রতারিত হচ্ছে, এর পাশাপাশি আমরা নারীরা অনেক সুবিধা উপভোগ করতে পারছি বিশেষ করে ১০৯, ৯৯৯নম্বরে ফোন দিয়ে প্রয়োজনীয় মুহূর্তে আমরা অনেক সেবা পেয়ে থাকি।

বক্তারা আরো বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং নারী ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়েছে, যা অংশগ্রহণকারী নারী প্রতিনিধিদের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *