তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রিয়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের তারুণ্যের উৎসব ২০২৫  (২য় পর্ব) উদযাপন উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন,  সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের আর ডি সি বিপুল শিকদার। বিশেষ অতিথির  বক্তব্য রাখেন,
জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান, মোঃ মোফাচ্ছিনুল ইসলাম তপু, মোছাঃ মোহিনী পারভীন। এসময় উপস্থিত ছিলেন, রসুলপুর মাধ্যমিক বিদয়ালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান,  কাদাকাটি আরআর  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান খান, গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাফিউল্লাহ, লাবসা এমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,  মজনুর রহমান প্রমুখ। উল্লেখ্য  ভলিবলে সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫-২২ পয়েন্টে লাবসা এমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। ব্যাডমিন্টনে পল্লীমঙ্গল স্কুলের শিক্ষার্থী রিয়াদ চাম্পিয়ান, ও বালিকা গ্রুপে গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা খান চ্যাম্পিয়ান হন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *