দেবহাটার পারুলিয়ায় ৩ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার( ১১ ডিসেম্বর) পারুলিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ও পারুলিয়া যুব সমিতির সহযোগিতায় বিকাল ৪ টায় পারুলিয়া ফুটবল মাঠে ফুটবল খেলা উদ্বোধন করা হয়।
খেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার নবাগত ওসি , দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ছাত্র প্রতিনিধি তানভীর হোসেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল খোকন প্রমুখ।
খেলায় একদিকে অংশ গ্রহণ করেন শ্যামনগর ফুটবল একাডেমি ও দক্ষিণ পারুলিয়া সানরাইজ সুন্দরবন পূর্বপাড়ার মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা নির্ধারিত সময়ে দক্ষিণ পারুলিয়া সানরাইজ সুন্দরবন পূর্বপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে শ্যামনগর ফুটবল একাদশ একাডেমিকে হারিয়ে জয় লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাছিরউদ্দীন, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মিজানুর রহমান ও ফারুক হোসেন, চতুর্থ সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল সাত্তার।
ক্রাইম বার্তা