মোঃ কামরুজ্জামান মিঠু
তালা (সাতক্ষীরা) সংবাদ দাতা: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় তালা সরকারি উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠ হতে পথসভা শেষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা মফিদুল্লাহ এর সভাপতিত্বে,সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী পরিচালনায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও (তালা – কলারোয়া) আসনের পরিচালক ডাঃ মাহামুদুল হক, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। ৮ দলীয় জোটের ইসলামী আন্দোল এর সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওঃ আসাদুল হক,উপজেলা সহঃ সেক্র মাওঃ মাছুম বিল্লাহ, মাও কবিরুল ইসলাম। ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,পেশাজীবি পরিষদের সেক্রেটারি হাফেজ শাহ আলম,তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান, তালা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আল-জামালুল বান্না প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচন কমিশনের কাছে আমাদের জোরালে দাবি বেআইনী অস্ত্র যারা ধারণ করে আছে দ্রুত সেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে অভিযান চালাতে হবে। ৯৩ টি ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধান করতে হবে। সামনের নির্বাচনে আমরা কোনো অনিয়ম করবোনা, কিন্তু কেও যদি অনিয়ম করতে আসে তাহলে প্রশাসনকে তা প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিশ্ববিদ্যালয় গুলোতে যেভাবে ইসলামের বিজয় হয়েছে সেভাবে জাতীয় সংসদেও ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ।
ক্রাইম বার্তা