সমান হাদিকে দেখতে পরিবারের সবাই ঢাকায়, গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় ঝালকাঠির নলছিটি পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের ‘খাসমহল’ বাসায় জানালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফ ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগম বলেন, ‘ফজরের নামাজের পর আমার ছেলে ঢাকা থেকে আমাকে ফোন দিয়ে বাসায় চুরি হয়েছে বলে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার জানালা ভাঙা দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি মালামাল সবকিছু নিয়ে গেছে।’

স্থানীয়রা জানান, বাসার লোকজন না থাকার সুযোগে বাড়ির জানালা ভেঙে চোর ঘরে ঢোকে। কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। এই বাসায় শরিফ ওসমান হাদির মা, ছোট বোন ও ভগ্নিপতি বসবাস করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত শুরু করেছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাতে শহরে আমাদের নিয়মিত টিম টহলে ছিল। আমরা গুরুত্বের সাথে খোঁজ নিচ্ছি।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *